খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুনামগঞ্জ জেলা বিএনপির অনশন কর্মসূচি চলছে। বুধবার সকাল ১০টায় শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় সামিয়ানা টাঙিয়ে অনশনে বসেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। কেন্দ্রীয় ঘোষিত এ প্রতিবাদ কর্মসূচি চলবে বিকাল ৪টা পর্যন্ত।
অনশনে অন্যান্যের মধ্যে অংশ নিয়েছেন জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল, সহ-সভাপতি আব্দুল লতিফ জেপি, আকবর আলী, নাদির আহমদ, সেলিম উদ্দিন, আবুল মনসুর শওকত, অ্যাডভোকেট শেরেনূর আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মো. নূর হোসেন, সুয়েব আহমদ, এটিএম হেলাল, মুনাজ্জির হোসেন সুজন, দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের, জেলা কৃষক দলের আহ্বায়ক আ. ত. ম মিসবাহ, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক সুহেল আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান রাজু, তফজ্জুল হোসেন প্রমুখ।
অনশন চলার সময় মঞ্চের অদূরে সতর্ক অবস্থানে ছিলেন আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
বিডি-প্রতিদিন/১৪ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব