বরিশাল সদর উপজেলার চরমোনাইর রাজধর গ্রাম সংলগ্ন আড়িয়াল খাঁ নদীর তীর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত অজ্ঞাতনামা লাশটির আজ বৃহস্পতিবার পর্যন্ত কোন পরিচয় পাওয়া যায়নি।
কোতয়ালী থানার এসআই সাইদুল হক জানান, গত বুধবার বিকেলে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে আড়িয়াল খাঁ নদীর তীর থেকে অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়। মধ্য বয়সী ওই যুবকের পড়নে ছিলো জিন্স প্যান্ট, গেঞ্জি এবং গলায় ছিল মোটা চেইন। ১০ থেকে ১৫ দিন আগে লাশটি নদীতে ফেলা হয়। স্বজন না পেলে শুক্রবার লাশটি বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে বলে জানিয়েছে পুলিশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার