বগুড়ার শাজাহানপুর উপজেলার ফুলতলা এলাকায় ইভটিজাররা বাড়িতে ঢুকে পুলিশ লাইনস্ স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ও তার নানীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল ও পুলিশ লাইনস্ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু জানান, চককানপাড়া এলাকার লিখন নামের এক যুবক প্রায় প্রতিদিন কলেজ শিক্ষার্থীকে উত্যাক্ত করতো। রবিবার বিকেলে কলেজের পরীক্ষা শেষে বাড়ি ফিরছিল। বখাটে যুবকরা তাকে অনুসরণ করতো থাকে। তাদের গতিবিধি দেখে কলেজ শিক্ষার্থী খুরশিদ আরেফিন চৈতি দ্রুত বাড়ির ভিতরে ঢুকে পড়ে। বখাটেরা তার পিছনে পিছনে বাড়ির ভিতরে ঢুকে পড়ে প্রথমে চৈতিকে পিঠে চাপাতি দিয়ে কোপায়। তাকে তার নানী রক্ষা করতে এগিয়ে এলে তারা তার নানী আফরোজা খাতুনকে (৬৫) মাথায় এবং পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাদের চিৎকারে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ইভটিজারদের পুলিশ গ্রেফতার করতে পারেনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার