গোপালগঞ্জ পৌর বিএনপির সভাপতি আবুল হাসান টুটুল পদত্যাগ করেছেন। আবুল হাসান টুটুল লিখিত পদত্যাগ পত্রে শারীরিক অসুস্থতার কারণে বিএনপির সকল ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে নিজেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলে উল্লেখ করেন।
মঙ্গলবার সকাল ১০ টায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মুনসুর আলীর কাছে পদত্যাগ পত্র জমা দেয়া হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মুনসুর আলী পদত্যাগের কথা স্বীকার করে বলেন, সংগঠন করাও যেমন একজন নাগরিকের অধিকার, তেমনি রাজনীতি থেকে পদত্যাগ করা একজন দলীয় নেতা-কর্মীর সাংগঠনিক অধিকার।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন