তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি অপরাধীদের দলে ভিড়িয়ে সমাজে হালাল করে দেয়ার রাজনীতি করে। এ জন্যই ’৭১,’৭৫ এবং ২১ আগস্টের খুনিদের এবং মানুষ পোড়ানোর সাথে জড়িতদের ঠিকানা হয়ে দাঁড়িয়েছে বিএনপি।
শনিবার কুষ্টিয়ার ভেড়ামারা কলেজ মাঠে টি-টুয়েন্টি ক্রিকেট কাপ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
জাসদের সভাপতি ইনু বলেন, বিএনপি যদি আইনের শাসন বিশ্বাস করতো তাহলে যে মুহূর্তে খালেদা জিয়া সাজা পেয়েছেন সে মুহুর্তে চেয়ারপার্সনের পদ থেকে তাকে সরাতে পারতেন, তারেক রহমানকেও সিনিয়র ভাইস-চেয়ারম্যানের পদ থেকে সরাতেন।
তিনি অারও বলেন, অপরাধীদের নিয়ে ভোট চাওয়ার অধিকার কোনো দেশে জনগণ দেয় না। তাই বিএনপি হচ্ছে জঙ্গি-জামায়াতীদের ঠিকানা, ঘাঁটি এবং আস্তানা। বিএনপি অপরাধীদের সাথে নিয়ে ভোট পাওয়ার যে আবদার করছে এ আবদার গণতন্ত্রের জন্য ক্ষতিকারক।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, জেলা জাসদের সভাপতি হাজী গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ কলেজের শিক্ষক, শিক্ষিকাসহ সুধীজন উপস্থিত ছিলেন।
পরে তথ্যমন্ত্রী মিরপুর উপজেলার মাজিরহাট মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র শিক্ষক ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
বিডি প্রতিদিন/২৪ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম