বরিশালের মেহেন্দিগঞ্জ, হিজলা ও মুলাদী উপজেলার বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ৯০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং দেড় মন জাটকাসহ ৯ জেলেকে আটক করেছে কোস্টগার্ড।
গত শনিবার রাতের অভিযানে উদ্ধারকৃত কারেন্ট জাল পুড়ে ফেলা সহ জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে বিতরণ করা হয়।
কোস্টগার্ড বরিশাল স্টেশনের কর্মকর্তা শহিদুল হক জানান, শনিবার রাতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মেহেন্দিগঞ্জ, হিজলা ও মুলাদী উপজেলার বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ৯০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং দেড় মন জাটকা সহ ৯ জেলেকে আটক করে কোস্টগার্ড।
রবিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক ৯ জেলের প্রত্যেককে ২ হাজার টাকা করে জরিমানা করেন। এছাড়া জব্দকৃত জাল পুড়ে ফেলা সহ জাটকাগুলো এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে বিনামূল্যে বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন