পার্বত্যাঞ্চলের ১৩টি উপজেলায় বাঁশ উৎপাদন প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পের কাজ চলবে ২০২১ সালে পর্যন্ত। তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের উপজেলাগুলোর পতিত জমিতে বাঁশ উৎপাদন সম্ভাবনাকে কাজে লাগাতে এ প্রকল্প হাতে নেয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় অঞ্চলের মানুষ আত্মকর্মসংস্থান গড়ে তোলার সুযোগ পাবে এবং অর্থনৈতিকভাবে লাভবান হবে বলে জানালেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের চেয়ারম্যান এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা।
আজ রবিবার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাইনী সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের অনগ্রসর জনগোষ্ঠীর আয় বর্ধক কর্মসূচি হিসাবে উন্নত জাতের বাঁশ উৎপাদন প্রকল্পের প্রকল্প পরিচিতি অনুষ্ঠানের উদ্বোধন এবং প্রকল্পের আওতায় বাঁশ চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা এসব কথা বলেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (অর্থ) ও বাঁশ উৎপাদন প্রকল্পের প্রকল্প পরিচালক শাহিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) সুদত্ত চাকমা, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজুরী চৌধুরী, আরণ্যক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. ফরিদ আহমেদ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার