নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর মজিদ গ্রামে সাত বছরের এক শিশু ধর্ষণের স্বীকার হয়েছে। পুলিশ অভিযুক্ত যুবক ওমর ফারুক (১৮) কে গ্রেফতার করেছে।
শিশুটিকে বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পারিবারিক সূত্র জানায় শিশুটির বাবা কাতার প্রবাসী। বুধবার বিকেলে তার মা তাকে ঘরে রেখে ঘরের পার্শবর্তী বাজারে যায়। বাজার থেকে বাড়ি ফিরে দেখতে পায় তার মেয়ের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে এবং ক্রমশয় শরীর দুর্বল হয়ে পড়ছে। তার এই অবস্থা দেখে তাকে দ্রুত চিকিৎসকের কাছে নেওয়া হলে স্থানীয় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়।
ধর্ষণের ঘটনা জানার পর শিশুটির মা নাছিমা আক্তার বাদী হয়ে চর জব্বর থানায় একটি মামলা দায়ের করে। চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন