বরিশাল বিএম কলেজের ছাত্র তানজিম খানকে কুপিয়ে আহত করেছে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে গত বুধবার রাতে তানজিমকে কুপিয়ে আহত করার পর আহতাবস্থায় তাকে শেরে-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। তানজিম বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র এবং গৌরনদীর শাহিন খানের ছেলে।
তানজিমের সহপাঠীরা জানান, ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত তানজিম সম্প্রতি ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়। ওই স্ট্যাটাসকে কেন্দ্র করে ছাত্রলীগের একটি গ্রুপের সঙ্গে তানজিমের বিরোধ হয়। তবে ওই স্ট্যাটাসে কী লেখা ছিল সে বিষয়টি পরিস্কার করেন নি তারা। এ ঘটনার জের ধরে গত বুধবার রাতে তানজিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।
বিএম কলেজ ছাত্রলীগের একাংশের নেতা মো. রিফাত জানান, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে।
কোতোয়ালী মডেল থানার এসআই সত্যরঞ্জন খাসকেল জানান, হামলার খবর পেয়ে ওই রাতেই পুলিশ ঘটনাস্থল এবং হাসপাতাল পরিদর্শন করে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন এসআই সত্য রঞ্জন।
বিডি প্রতিদিন/এ মজুমদার