বগুড়ার শেরপুর উপজেলায় দুর্নীতিকে লাল কার্ড দেখালেন এবং একই সঙ্গে দেশপ্রেম, নৈতিক শিক্ষা, সত্যবাদিতা ও মানবতাকে সবুজ কার্ড দেখিয়েছেন তেরটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে বগুড়ার শেরপুর উপজেলার টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজের সভাকক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দুর্নীতি বিরোধী আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপজেলার পল্লী উন্নয়ন একাডেমি, এজে উচ্চ বিদ্যালয়, ডিজে হাইস্কুল, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়সহ তেরটি বিদ্যালয়ের শিক্ষক ও সততা সংঘের সদস্য শিক্ষার্থী অংশ নেয়।
বগুড়া জেলা দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও শেরপুর প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষ।
বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার শারমিন আক্তার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আলহাজ্ব শাহজামাল সিরাজী, সদস্য সচিব আব্দুস সাত্তার, সদস্য ও প্রধান শিক্ষক সুধীন্দ্র নাথ রায়, শফিকুল ইসলাম শফিক, আইয়ুব আলী, শিক্ষার্থী রেজাউল হক, ইমরান হাসান, ফাইবা আক্তার, মুনিষা আক্তার প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন