পতাকা বৈঠকের মাধ্যমে আটক দুই বাংলাদশিকে ফেরত দিয়েছে বিএসএফ। সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি সীমান্তেরর ১ নং পোষ্টের মেইন পিলার ১৩/৩ এস ৬ আরবী’র নিকট শুক্রবার সকালে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।
তারা হলো-খুলনার দিঘলিয়া উপজেলার হাজিগ্রামের শ্রী লক্ষণ বিশ্বাসের ছেলে তুষার বিশ্বাস (২৬) ও তার মেয়ে জ্যোতি বিশ্বাস (১৮)।
কাঁকডাঙ্গা ক্যাম্পের ল্যাঃ নায়েক মোস্তফা কামাল হোসেন জানান, তুষার বিশ্বাস ও তার মেয়ে জ্যোতি বিশ্বাস তারা দুই ভাই বোন অবৈধ পথে দুই দিন আগে কাকডাঙ্গা সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতে গিয়ে তারালি বিএসএফের হাতে আটক হয়। পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদেরকে বিজিবি’র নিকট হস্তান্তর করে।
তাদের উভায়ের কোন পাসপোর্ট না থাকায় তিনি বাদী হয়ে ১৯৭৩ সালের পাসপোর্ট আইনে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। যার নাম্বার-৩০।
বিডিপ্রতিদিন/ ই-জাহান