কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা থেকে চুরি হওয়া দুটি মহিষ উদ্ধার করা হয়েছে মহেশখালীর তেলিপাড়া থেকে। এসময় চুরির অভিযোগে দুইজনকে আটক করা হয়। শুক্রবার বেলা ২টার দিকে চকরিয়া থানা এসআই আবদুল খালেকের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়। এনিয়ে গত পাঁচ দিনে ১১টি চোরাই মহিষ উদ্ধার করে পুলিশ।
আটককৃতরা হলেন-চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের কাটাখালী এলাকার শাহ আলমের ছেলে মো. সাইফুল (৩০) ও মহেশখালীর তেলিপাড়ার হাবিব উল্লাহর ছেলে মো.আলাউদ্দিন (২৫)।
চকরিয়া থানার এসআই আবদুল খালেক বলেন, চকরিয়ার ডুলাহাজারার চর থেকে গত ২৮ মার্চ দুটি মহিষ চুরি হয়। এই চুরির ঘটনায় আদালতে নালিশি মামলা করলে আদালত ওই অভিযোগটি থানা পুলিশকে ব্যবস্থা নিয়ে নির্দেশ দেন। এর প্রেক্ষিতে বিভিন্নস্থানে অভিযান শুরু করি। পরে সোর্স থেকে খবর পেয়ে নিকটবর্তী উপজেলার মহেশখালীর ৮নং ওয়ার্ডস্থ তেলিপাড়া থেকে চুরি হওয়া দুটি মহিষসহ দুইজনকে আটক করি।
বিডি প্রতিদিন/৩০ মার্চ ২০১৮/হিমেল