নোয়াখালীর সোনাইমুড়ীতে বিএনপির মিছিলে পুলিশের লাঠি চার্জ করেছে। এ সময় পুলিশসহ বিএনপি, যুবদলের ১০ নেতা কর্মী আহত হয়।
জানা যায়, শুক্রবার বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিষ্টার মাহবুব উদ্দীন খোকন ৬ষ্ঠ বারের মতো বাংলাদেশ সুপ্রিমকোর্ট বারের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর তার নিজ এলাকায় আসে। শুক্রবার বিকেলে দলীয় কার্যলয়ের সামনে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ ব্যারিষ্টার খোকনকে সংবর্ধনা জানায়। পরে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলীয় নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে মিছিল পণ্ড করে দেয়।
সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুল আলম ফরহাদ জানান, ব্যারিষ্টার মাহাবুব উদ্দিন খোকন চাষীর হাট পৌঁছার পর তিনি গাড়ি থেকে নেমে নেতাকর্মীদের বহর নিয়ে পায়ে হেটে সোনাইমুড়ী বিএনপির কার্যালয়ের সামনে আসেন। এ সময় নেতাকর্মীরা ব্যারিষ্টার মাহাবুব উদ্দিন খোকন পুনরায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে ফুল দিয়ে বরণ করেন। পরে তিনি বক্তব্য দিয়ে যাওয়ার সময় পেছনের দিক থেকে পুলিশ লাঠিচার্জ করে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসিম উদ্দিন বলেন বেআইনী একটি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য পুলিশ লাঠি চার্জ করেছে।
বিডি প্রতিদিন/৩০ মার্চ ২০১৮/হিমেল