কক্সবাজারের চকরিয়ায় ছাদ থেকে পড়ে ১৪ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে চকরিয়া পৌরসভার পুরাতন বিমানবন্দর সংলগ্ন মালেক টাওয়ারের ছয়তলা ভবনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
জানা গেছে, দুপুর সাড়ে ১২টা। বাসায় বিদ্যুৎ নেই। তাই তীব্র গরমে অতিষ্ঠ হয়ে ১৪ মাস বয়সি ছোট বোন নিধিকে কোলে নিয়ে ছয়তলা ভবনের ছাদে উন্মুক্ত বাতাস নিতে যায় ৫ম শ্রেণী পড়ুয়া বড় বোন নিলিমা। ছাদের কিনারায় গিয়ে লাগায়ো সড়কে চলাচলরত গাড়ি দেখাচ্ছিল ছোট বোনকে। এসময় অসর্তকতায় কোল থেকে নিচে পড়ে যায় শিশু নিধি। সাথে সাথে মারা যায় সে।
নিধি পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের সোনাইছড়ি এলাকার মোস্তাক আহমেদের মেয়ে। বাবা মোস্তাক কক্সবাজারের রামুস্থ এনজিও আশার কর্মকর্তা হিসেবে কর্মরত। চাকুরীতে যাওয়ার আসার সুবিধার্থে পেকুয়ার নিজ বাড়িতে না থেকে মায়ের সাথে চকরিয়ার মালেক টাওয়ারের ছয়তলার একটি কক্ষ ভাড়া নিয়ে বাস করে আসছিল তারা।
বিডিপ্রতিদিন/ ই-জাহান