পঞ্চগড় সদর উপজেলার শতভাগ প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কর্মসূচী চালু হয়েছে। ঝরে পড়া রোধ, শতভাগ উপস্থিতি এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষার্থীদের এই কর্মসূচীর আওতায় আনা হয়েছে।
শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়া হয়। এ উপলক্ষে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের হল রুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সদর উপজেলা শিক্ষা অফিসার মাসুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এহতেশাম রেজা।
উপজেলা শিক্ষা অফিসার মাসুদ হাসান জানান, পঞ্চগড় সদর উপজেলার ১৬৪ টি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ১৫ হাজার ৬৮ জন শিক্ষার্থী টিফিন বক্সে দুপুরের খাবার নিয়ে আসে। বিদ্যালয়ে টিফিনের সময় এসব শিক্ষার্থীদের দুপুরের খাবার নিশ্চিত করা হয়েছে। এ কর্মসূচি চালুর ফলে বিদ্যালয়ে ঝরে পড়া রোধ, শতভাগ উপস্থিতি এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাবে।
বিডিপ্রতিদিন/ ই-জাহান