কোনো সন্ত্রাসী বা জঙ্গি আহত অবস্থায় পল্লী চিকিৎসকদের কাছে আসলে তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।
শনিবার পাবনা আর.এম. একাডেমি মিলনায়তনে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি পাবনা জেলা শাখার বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ভূমিমন্ত্রী বলেন, ’৭১-এর জনযুদ্ধে পল্লী চিকিৎসকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আহত মুক্তিযোদ্ধা ও সাধারণ বাঙালি মানুষকে তাৎক্ষণিক সেবা দান করেছিলেন এই পল্লী চিকিৎসকগণ।
বাংলাদেশ পল্লী চিকিৎসা সমিতি পাবনা জেলা শাখার সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ক্রেডিট কমিশনের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান, বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. সবুজ আলী, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুস সালাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার ফিরোজ কবীর, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান প্রমুখ।
বিডি প্রতিদিন/৩১ মার্চ ২০১৮/এনায়েত করিম