খুলনার বটিয়াঘাটায় প্রতিপক্ষের হামলায় রেজাউল শেখ (৫০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
জমিজমা সংক্রান্ত বিবাদের জের ধরে শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। হামলায় নিহতের ভাই রবিউল ইসলাম (৪৫) গুরুতর আহত হয়। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে বটিয়াঘাটার বালিয়াডাঙ্গা ঝালবাড়ি এলাকায় বিবাদমান জমিতে বেড়া দিতে গেলে প্রতিপক্ষের লোকজন লাঠি-সোঠা নিয়ে হামলায় চালায়। এতে রেজাউল শেখ ও রবিউল গুরুতর আহত হয়। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হলে দুপুরের দিকে রেজাউল মারা যায়।
বিডিপ্রতিদিন/ ই-জাহান