স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মসিউর রহমান রাঙ্গা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে এবং সারাদেশে দলীয় প্রার্থী দিবে।
তিনি আরও বলেন, নির্বাচনে সরকার জাতীয় পার্টি ও জোটের মতামতকে গুরুত্ব না দিলে দলের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় পার্টি যেকোনো সময় মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসবে।
মন্ত্রী আরো বলেন, ১৪ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ বৃহত্তম রাজনৈতিক দল পার্টি। নির্বাচনে ভোটের হিসাবে জাতীয় পার্টির ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ।
মন্ত্রী শনিবার দুপুরে নোয়াখালীর সেনবাগ উপজেলার ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলম, সেনবাগ উপজেলা জাতীয় পার্টি আহ্বায়ক হাসান মঞ্জুর, জেড এ গ্রুপের চেয়ারম্যান জাফর আহমেদ চৌধুরীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন