বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক (এডি) সাজাহান কবিরের ওপর হামলার ঘটনায় গ্রেফতারকৃত প্রধান আসামী যুবলীগ নেতা ও পৌর কাউন্সিলর মোস্তাকিম রহমানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আসলাম আলী জানান, শনিবার বিকেলে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মোস্তাকিমকে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত ৫দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে শুক্রবার সকালে দিনাজপুরের হাকিমপুর থেকে ভারতে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে গ্রেফতার করে।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক (এডি) সাজাহান কবিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম ও হত্যা চেষ্টা ঘটনায় ওই প্রতিষ্ঠানের অফিস সহকারী সাজেনুর রহমান বাদী হয়ে বগুড়ার শজাহানপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় যুবলীগ নেতা ও পৌর কাউন্সিলর মোস্তাকিমসহ যুবলীগের ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৪-৫ জনকে আসামী করা হয়। মামলাটি বর্তমানে পুলিশের গোয়েন্দা শাখায় রয়েছে। আহত সাজাহান কবিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন