অবৈধভাবে ভারতে প্রবেশের পর বাংলাদেশে ফেরার সময় দুইভাইকে আটক করেছে বিজিবি।
দিনাজপুরের বিরামপুর উপজেলার দাউদপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে দাললের মাধ্যমে ফেরার সময় দুই ভাইকে আটক করা হয়।
শনিবার বেলা ২টার দিকে বিরামপুরের দাউদপুর সীমান্তের মেইন পিলার ২৯০/২৬এস পিলার থেকে ১কিলোমিটার বাংলাদেশের অভ্যান্তর হতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, দিনাজপুর সদর উপজেলার লক্ষিতলা বোনতাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে মমিনুর রহমান(৪৫) ও আনিছুর রহমান(৩১)।
বিরামপুর সীমান্তের দাউদপুর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মালেক সাংবাদিকদের জানান, দক্ষিন দাউদপুর সীমান্তের ২৯০/এস পিলারের কাছ দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করা হয়। বিরামপুরের দক্ষিন দাউদপুর গ্রামের আফিজ উদ্দীনের ছেলে ভোলার মাধ্যমে তারা ২০ মার্চ ভারতে বিয়ে খেতে যায় বলে আটককৃতরা জানায়। পরে আটককৃতদের বিকেলে বিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডিপ্রতিদিন/ ই-জাহান