নোয়াখালীর মাইজদীতে বিশাল শোভাযাত্রার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী ও একদশক পূর্তি উদযাপন করেছে আবৃত্তি একাডেমি।
শনিবার সকালে শোভাযাত্রাটি মাইজদীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ আল হেলাল মোশারফ হোসেন শোভাযাত্রার উদ্বোধন করেন।
পরে বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ ও চ্যানেল ২৪ জেলা প্রতিনিধি মেজবাউল হক মিঠুকে সম্মাননা প্রদান করা হয়।
নোয়াখালী আবৃত্তি একাডেমির সভাপতি এডভোকেট এমদাদ হোসেন কৈশোরের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয়ে পরিষদের সাংগঠনিক সম্পাদক কাজী মাহাতাব সুমন, সাংগঠনিক সম্পাদক রাশেদ হাসান, আহসান তমাল, মনির হোসেন, মাসুদজ্জামান, এডভোকেট মোল্লা, হাবীবুর রসুল মামুন প্রমুখ।
বিডিপ্রতিদিন/ ই-জাহান