বিএনপিতে কোন পুরুষ নাই মন্তব্য করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো আওয়ামী লীগ ভোট চুরি করে সরকার গঠন করলে পাঁচ মাসও ক্ষমতায় টিকতে পারবে না। তিনি বলেন, বিএনপিতে কোনো পুরুষ নাই, সবাই কাপুরুষ। একজনই পুরুষ আছে, তিনি হলেন খালেদা জিয়া।
শনিবার সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতৈল গণ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কাদের সিদ্দিকী এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী আরও বলেন, সরকার সুষ্ঠু নির্বাচন দিলে আওয়ামী লীগ আগামী নির্বাচনে ২০টি আসনও পাবে না।
রাজনৈতিক কারণে খালেদা জিয়া বাইরে থাকলে সরকারের অসুবিধা তাই তাকে জেলে রাখা হয়েছে। আমি যদি হাকিম হতাম তবে খালেদা জিয়াকে যে মুহুর্তে জেলে নেয়া হয়েছে সেই মুহুর্তে তাকে ডিভিশন দিতাম। তিনি বীর উত্তম জিয়াউর রহমানের স্ত্রী, একজন বীর মুক্তিযোদ্ধার স্ত্রী, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি কেন ডিভিশন পাবেন না, তার জন্য কেন ডিভিশন চাইতে হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার