সাড়ে ৭ হাজার পিস ইয়াবাসহ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে মোর্শেদুল হক নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। শনিবার রাতে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে। আটক মোর্শেদুল হক কক্সবাজারের রামু এলাকার বাসিন্দা।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহজালাল জানান, মোর্শেদুল কক্সবাজারের রামু এলাকা থেকে সাড়ে ৭ হাজার পিস ইয়াবার চালানটি নারায়ণগঞ্জের একাধিক মাদক বিক্রেতার কাছে সরবরাহের উদ্দেশে নিয়ে এসেছিলো। সাইনবোর্ড এলাকায় পুলিশ চেকপোস্টে তল্লাশিকালে তাকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার