চলন্ত ট্রেনের ছাদ থেকে অজ্ঞাত এক কিশোরকে ফেলে দিয়ে হত্যার ঘটনায় ময়মনসিংহের গফরগাঁওয়ে চার যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল- ফারুক (২৪), বুলবুল (২১), ফরিদুল (২২) ও হাইজুল (২০)। শনিবার রাতে ট্রেনটির ছাদ থেকেই তাদের আটক করা।
জিআরপি থানা পুলিশ জানায়, শনিবার রাতে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর তিস্তা এক্সপ্রেসের চলন্ত ট্রেনের ছাদ থেকে অজ্ঞাত কিশোরকে ফেলে দিয়ে হত্যা করা হয়। পরে ট্রেনের নিরাপত্তা কর্মীরা ওই কিশোরের মরদেহ উদ্ধার করে।
গফরগাঁও জিআরপি ফাঁড়ি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ওই কিশোরের মাথায় ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার