গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৮ জন নিহত হয়েছে। আজ ভোর রাত পৌনে তিনটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ২৩ জন আহত হয়েছে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জানে আলম জানান, খবর পেয়ে মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির পুলিশ ও ফায়ার সার্ভিসের গোপালগঞ্জ, ফরিদপুরের ভাঙ্গা ও মুকসুদপুরের ৪টি টিম হতাহতদের উদ্ধারে কাজ করে। আহতদেরকে ফরিদপুরের ভাঙ্গা স্বাস্থ্য কেন্দ্র ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন বরগুনার হাসান মিয়া(২৫) ও বরিশালের অসিম মাঝি (৩৫)। বাকীদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
বিডি প্রতিদিন/১ এপ্রিল ২০১৮/হিমেল