সাতক্ষীরা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় সাত কেজি রূপার গহনা উদ্ধার করেছে। একই অভিযানে ৪০০ বোতল ফেনসিডিলসহ এক চোরাকারবারীকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম রবিউল ইসলাম (২৮)। রবিবার ভোরে সদর উপজেলার বৈকারী সীমান্তের কালিয়ানি এলাকায় এ অভিযান চালানো হয়।
এ ব্যাপারে বিজিবির বৈকারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিদ্দিক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বিজিবি সদস্যরা কালিয়ানি এলাকায় অভিযান চালায়। এসময় ভারত থেকে নিয়ে আসা ৪০০ বোতল ফেনসিডিলসহ রবিউলকে আটক করা হয়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় সাত কেজি রূপার গহনা জব্দ করা হয়। গহনাগুলো রবিউলের কি না সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান তিনি।
আটক রবিউল ইসলাম সদর উপজেলার কুশখালি গ্রামের লুৎফর রহমানের ছেলে।
বিডি প্রতিদিন/১ এপ্রিল ২০১৮/ওয়াসিফ