প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে লক্ষ্মীপুরে সৌর বিদ্যুতের সুবিধা পেলো আরো ৫৮টি পরিবার। লক্ষ্মীপুর-২ রায়পুর সংসদীয় আসনের এমপি মো. নোমানের বরাদ্ধকৃত টিআর/কাবিখা প্রকল্পের অধিনে রবিবার সকালে সদর উপজেলার টুমচর গ্রামে এসব পরিবারের মাঝে সৌর বিদ্যুৎ সিস্টেম প্রদান করা হয়।
দুর্যোগ ও ত্রাণ মন্ত্রাণালয়ের আওতাধীন সৌর বিদ্যুৎ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, এমপি’র প্রতিনিধি মো. লোকমান হোসেন, আইডিএফ সৌর বিদ্যুৎ এরিয়া ম্যানেজার মো. আব্দুল হালিম, আওয়ামী লীগ নেতা ওয়ালী উল্লাহ পাটোয়ারী ও যুবলীগ নেতা ইসমাইল হোসেন প্রমুখ।
প্রসঙ্গত, এর আগেও লক্ষ্মীপুর-২ রায়পুর সংসদীয় এলাকার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামে একইভাবে সৌর বিদ্যুৎ বিতরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/১ এপ্রিল ২০১৮/হিমেল