কক্সবাজারের টেকনাফে ৭ মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক করেছে র্যাব-৭। শনিবার রাতে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়েছে।
র্যাব-৭ এর সিপিসি-২ (কক্সবাজার) এর কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন জানান, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে টেকনাফের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক বেচা-কেনা এবং বিভিন্ন মাদক সেবন করার সংবাদ পায়। এর ভিত্তিতে র্যাব টেকনাফ ক্যাম্পের একটি দল মোবাইল কোর্ট সহকারে অভিযান চালায়। অভিযানে সাত মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রনয় চাকমা আটককৃতের বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়।
র্যাব-৭ এর সিপিসি-২ (কক্সবাজার) এর কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন জানান, সাজাপ্রাপ্তদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়া জানান, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামিদের কক্সবাজার কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার