টেকনাফ উপকূলীয় মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে ১৯ হাজার ৮৬৫ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে বিজিবি। এ সময় তাদের ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়েছে।
রবিবার টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের শীলখালী মেরিন ড্রাইভ অস্থায়ী চেকপোস্টের হাবিলদার মো. বাচ্চু মৃধার নেতৃত্বে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, সিএনজি থামিয়ে তল্লাশী করে একজন যাত্রীর বক্ষ বন্ধনীর নীচে এবং অপর জনের অর্ন্তবাসের ভেতরে বিশেষ ব্যবস্থায় ফিটিং করা ইয়াবার পুুটলা উদ্ধার করা হয়। এ সময় উখিয়া উপজেলার বালুখালীর সৈয়দ হোছনের পুত্র মো. হাফিজ উল্লাহ (২৮), টেকনাফ শীলবনিয়া পাড়ার মৃত আবুল বাশারের স্ত্রী রশিদা বেগম (৪৫) ও সাফায়াত উল্লাহর স্ত্রী রোজিনাকে (২৫) আটক করে এবং ৫ লক্ষ টাকা মূল্যের সিএনজিটি জব্দ করা হয়।
পরবর্তীতে গণনা করে ৫৯ লক্ষ ৫৯ হাজার ৫ টাকা মূল্যমানের ১৯ হাজার ৮৬৫ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়।
বিডি-প্রতিদিন/০৬ মে, ২০১৮/মাহবুব