যশোর শহরের হাটখোলা ঝালাইপট্টি পতিতালয় এলাকায় অভিযান চালিয়ে ৬শ’ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে র্যাব। এসময় মদসেবী ও মদ বিক্রেতাসহ ৮৫ জনকে আটক করা হয়।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কমান্ডার মেজর জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত হাটখোলা এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে ৬শ লিটার চোলাইমদসহ ৮৫ জনকে আটক করে র্যাব ক্যাম্পে নেওয়া হয়। আটকদের মধ্যে মদসেবনকারী ও মদবিক্রেতা রয়েছেন। তাদের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যশোর কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, যে স্থানে র্যাব সদস্যরা অভিযানটি পরিচালনা করে, সেটি যশোর শহরের একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত বড়বাজার এলাকায়। এখানে শতবছরের পুরনো একটি পতিতাপল্লী রয়েছে। দীর্ঘ দিন ধরে এই পল্লীকে ঘিরে মদসহ বিভিন্ন মাদকের ব্যবসা ও সেবন এখানে চলে আসছে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান