বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বাসটির চালক রইস মোল্লা (৩৮) নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী। নিহত রইস মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার চর বয়রা গ্রামের আলাউদ্দিন মোল্লার ছেলে।
সোমবার ভোরে বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাগেরহাট মহাসড়কের কাটাখালী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জামাল শেখ জানান, ঢাকা থেকে ৪১ জন যাত্রী নিয়ে খুলনার উদ্দেশ্যে ছেড়ে টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামের একটি পরিবহণ বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা নামক স্থানে পৌছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ওই পরিবহণের চালক রইস মোল্লা ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও জানান, পরিবহণে থাকা অন্তত ২০ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত বাস চালকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর