নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা এলাকা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আমেনা বেগম, বয়স ৪৫ বছর। তবে পরিবারের দাবি তিনি আত্মহত্যা করেছেন। সোমবার সকালে ফতুল্লার তল্লা এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে নিহতের পরিবারের বরাত দিয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মঞ্জুর কাদের জানান, আমেনা মানুষিক রোগী ছিলেন। সকালে আমেনার ঘরের দরজা বন্ধ ছিল। পরে পরিবারের সদস্যরা দরজা ভেঙে দেখতে পান আমেনা আত্মহত্যা করেছে। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
মরদেহ ময়নাতদন্তের নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা বলেও জানান ওসি কাদের।
আমেনা ফতুল্লার তল্লা এলাকার কাঠ ব্যবসায়ী আলাউদ্দিনের স্ত্রী।
বিডি প্রতিদিন/৭ মে ২০১৮/ওয়াসিফ