দলের অভ্যন্তরীণ গনতান্ত্রিক চর্চা, সাংগঠনিক তৎপরতার উৎকর্ষ এবং শান্তিপূর্ন রাজনৈতিক চর্চা বৃদ্ধির উদ্দেশ্যে বাংলাদেশ আওয়ামী লীগ টাঙ্গাইল জেলার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে ইউএসএআইডি এবং ইউকেএইড’র সহযোগিতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পরিচালনায় টাঙ্গাইল স্টেডিয়াম এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে নির্বাচন, অভ্যন্তরীণ গনতন্ত্র, যোগ্য জনপ্রতিনিধি মনোনয়ন, প্রশিক্ষিত রাজনৈতিক কর্মী এবং শান্তির জন্য বিজয় বিষয়ে আলোকপাত করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক। বিশেষ অতিথি হিসেবে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলামসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর