সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম নাবিল হোসেন, বয়স ৭ বছর। সোমবার সকালে উপজেলার তালম ইউনিয়নের নামা-সিলেট গ্রামে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে তালম ইউনিয়নের প্রবীণ শিক্ষক নবীর উদ্দিন জানান, বাড়ির পাশের পুকুর পাড়ে সমবয়সী শিশুদের সঙ্গে খেলা করছিল নাবিল। হঠাৎ সবার অজান্তে পানিতে পড়ে যায় সে। পরে স্থানীয়রা পুকুরের পানি থেকে মরদেহ উদ্ধার করে।
নাবিল ওই গ্রামের নুর হোসেনের ছেলে।
বিডি প্রতিদিন/৭ মে ২০১৮/ওয়াসিফ