রাঙামাটির নানিয়ারচরের বেতছড়িতে নিহত চালক মো. সজিবের হত্যাকারীদের বিচারের দাবিতে ১২ ঘণ্টার কর্মবিরতি পালন করছে খাগড়াছড়ি পরিবহন শ্রমিকরা।
সোমবার কর্মবিরতি পালনকালে শহরের পৌর টাউন হলের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সম্পাদক মো. ইউনুস মিয়া, খাগড়াছড়ি রেন্ট-এ কার চালক সমিতির সহ-সভাপতি মো. খাইরুল ইসলাম।
বক্তারা সজিব হত্যার বিচার দাবিসহ সরকারের কাছে নিহতের পরিবারের জন্য আর্থিক ক্ষতিপূরণের দাবি জানান। দ্রুত সময়ের মধ্যে খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে প্রশাসন ব্যর্থ হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারি দেন পরিবহণ শ্রমিকরা।
এদিকে পরিবহন শ্রমিকরা যানবাহন না চালিয়ে কর্মবিরতি পালন করায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
গত শুক্রবার বেতছড়ির ওই সন্ত্রাসী হামলায় মাইক্রো চালক সজিব ছাড়াও ইউপিডিএফ (গণতান্ত্রিক) প্রধান তপন জ্যোতি চাকমা ওরফে বর্মা, জনসংহতি সমিতি (এমএন লারমা) সমর্থিত যুব সমিতির কেন্দ্রীয় সদস্য সুজন চাকমা, মহালছড়ি শাখার সভাপতি তনয় চাকমা, সমর্থক রবিন চাকমা নিহত হন।
বিডি প্রতিদিন/৭ মে, ২০১৮/ফারজানা