নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক কিশোর (১৩) নিহত হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি।
সোমবার দুপুরে পূর্বধলার জারিয়া-ময়মনসিংহ রেলপথের বারহা উত্তরপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে ময়মনসিংহ জেলার শ্যামগঞ্জ রেলপথের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী নাজমুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, লাশ জিআরপি ময়মনসিংহ থানায় নিতে গৌরীপুর পুলিশ ফাঁড়িতে খবর দেয়া হয়েছে। লাশটি দুই টুকরো হয়ে গেছে। তার পরিচয়ও জানা যায়নি।
বিডি-প্রতিদিন/০৬ মে, ২০১৮/মাহবুব