দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দরে অজ্ঞাত (৩৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল সাড়ে ৭টার দিকে চিরিরবন্দর উপজেলার ভুষিরবন্দর তেঁতুলিয়া শাহাপাড়া এলাকার ব্রিজ সংলগ্ন ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অন্যত্র কে বা কারা এক নারীকে হত্যা করে চিরিরবন্দরের ভুষিরবন্দর শাহাপাড়ার দিনাজপুর-রংপুর মহাসড়কের পাশে ধান ক্ষেতে পলিথিনে মুড়িয়ে ফেলে রেখে যায়। পরদিন সোমবার সকালে স্থানীয়রা ধান ক্ষেতের পাশে পলিথিনে মোড়ানো লাশ দেখে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে।
চিরিরবন্দর থানার ওসি মো. হারেসুল ইসলাম জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহটি একটি পলিথিনে মোড়ানো ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহটি দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার