মৌলভীবাজারে পৃথক দুইটি স্থানে বজ্রপাতে স্কুলছাত্রসহ দুইজন নিহত আরও ৩ জন আহত হয়েছেন। সোমবার স্থানীয় ও হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
জানা যায়, সোমবার সকালে শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের বরুণা গ্রামের ইসলাম মিয়ার ছেলে মফিজ মিয়া হাইল হাওরে মাছ ধরতে যান। দুপুরে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান তিনি। এসময় তার সাথে থাকা রশীদ মিয়া, মো. রফিক মিয়া ও নজির মিয়া আহত হন। আহতরা মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এদিকে, দুপুরে সদর উপজেলার খলিলপুরে বাড়ির পাশে মাঠে গরু চড়াতে যান স্কুলছাত্র আব্দুস সামাদ। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় তিনি। নিহত সামাদ খলিলপুর গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে। সে সাধুহাটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
বিডি প্রতিদিন/০৭ মে ২০১৮/এনায়েত করিম