চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের বহরম এলাকায় দুর্বৃত্তের বোমা হামলায় কামাল হোসেন (৩৩) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। আহত কামাল হোসেন হচ্ছে একই এলাকার চুনাখালী গ্রামের সোহরাব আলীর ছেলে। সে এলাকায় সন্ত্রাসী নামে পরিচিত। মুমূর্ষু অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, আজ বেলা ১২টার দিকে দুর্বৃত্তরা কামালকে লক্ষ্য করে বোমা হামলা চালায়। এসময় তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। সদর মডেল থানার ওসি মঞ্জুর রহমান ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার