বাগেরহাটের চিতলমারী উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে নবপল্লী জুনিয়র বালিকা বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকাবাসী মানববন্ধন করেছেন। আজ দুপুরে চিতলমারীর পাঁচপাড়া নবপল্লী জুনিয়র বালিকা বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে ধর্ষণকারীকে আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদি হয়ে ধর্ষক তুলশী দাসের নামে থানায় মামলা দায়ের করেছেন। ওই শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষা আজ দুপুরে বাগেরহাট সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে।
নবপল্লী জুনিয়র বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিক শিখা রানী হাজরা জানান, ওই ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীরা বিদ্যালয়ের সামনে আজ দুপুরে মানববন্ধন করেছে। ধর্ষণকারী তুলশী দাসকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান ওই প্রধান শিক্ষিক।
পুলিশ ও চিতলমারী ইউপি সদস্য কৃষ্ণ গাইন জানান, উপজেলার সাবোখালী দক্ষিণপাড়া গ্রামের এক দরিদ্র কৃষকের ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়েটিকে প্রতিবেশী তুলশী দাস হালদার (৩৭) গত ২৮ এপ্রিল সকালে স্কুলে যাওয়ার পথে তাকে ধরে পাশের বাগানে নিয়ে ধর্ষণ করে। ঘটনাটি ওই শিক্ষার্থী বাড়ি ফিরে তার মাকে জানালে বিষয়টি জানাজানি হয়। ভুক্তভোগী মেয়েটির পিতা এলাকার ইউপি সদস্যসহ অন্যদের জানালে তারা বিষয়টি পুলিশকে জানায়। রবিবার রাতে ওই ছাত্রীর মা বাদি হয়ে প্রতিবেশী তুলশী দাসের নামে চিতলমারী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকুল সরকার জানান, রবিবার রাতে ওই ছাত্রীর মা বাদি হয়ে ধর্ষক তুলশী দাস হালদারকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। ওই শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষা আজ সোমবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে। ধর্ষক তুলশী দাস হালদারকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার