নেত্রকোনায় হিরো ব্রান্ডের একটি মোটরসাইকেলসহ চোর চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় নেত্রকোনা মডেল থানার ওসি মো. বোরহান উদ্দিন খান এ তথ্য জানান।
চোর চক্রের সদস্যরা হলেন, সদরের ওয়াইলপাড়া গ্রামের জাহিদ মিয়ার ছেলে বরকত উল্লাহ মিঠু, কুনিয়া গ্রামের মঞ্জুরুল হকের ছেলে আলম মিয়া এবং মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামের মৃত জোবেদ আলীর ছেলে আজিজুর রহমান ও লাল মিয়ার ছেলে মো. খসরু মিয়া।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল জানান, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান