নাটোরের লালপুরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে আত্মহত্যা করেছে প্রবাল কুমার (১৬) নামের এক শিক্ষার্থী। সে উপজেলার দুয়ারিয়া গ্রামের সন্তোষ কুমারের ছেলে এবং বনপাড়া পাটুয়ারী এসআর এডুকেয়ার ইন্সটিটিউট এর ছাত্র ছিল।
আজ লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় প্রবাল কুমার অকৃতকার্য হয়েছে জানতে পেরে বিকেলে কীটনাষক বিষ পান করে। পরিবারের লোকজন জানতে পেরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টার দিকে সেখানে তার মৃত্যু হয় । এঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার