বগুড়া শহরে গণপিটুনিতে রুবেল হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে ফুলবাড়ি দক্ষিণপাড়ায় আবুলের দোকানের সামনে এই ঘটনা ঘটে।
নিহত রুবেল ফুলবাড়ি দক্ষিণপাড়ার সঞ্জু মিয়ার ছেলে। অভিযোগ উঠেছে রুবেল এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত।
বগুড়া শহরের ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আমবার হোসেন জানান, রুবেলের নামে তিনটি চাঁদাবাজি মামলা ও একটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তিনি দাবি করেন, মারপিটের সংবাদ খবর পাওয়ার পর ঘটনাস্থলে যাওয়ার আগেই গণপিটুনিতে সন্ত্রাসী রুবেলের মৃত্যু হয়। তার বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
রুবেল ওই এলাকায় বাড়ি নির্মাণকারীদের কাছ থেকে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছিল। স্থানীয় লোকজন তার চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছিল।
রুবেলের মা ঝর্ণা বেগম জানান, তার ছেলে রুবেল পুলিশকে মাদক ব্যবসায়ীদের তথ্য দেয়ার কারণে এলাকার মাদক ব্যবসায়ীরা তার উপর ক্ষুব্ধ ছিল। এ কারণে বেশ কিছুদিন যাবৎ রুবেল বাড়িতে থাকত না। সোমবার দুপুরে রুবেল জাতীয় পরিচয় পত্র নেওয়ার জন্য বাড়িতে আসে।
জানতে পেরে সন্ত্রাসীরা বাড়িতে প্রবেশ করে এবং রুবেলকে ধরে নিয়ে গিয়ে আবুলের দোকানের সামনে মারপিটে হত্যা করে।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, রুবেল সন্ত্রাসী ও ছিনতাইকারী। স্থানীয় জনগণ তাকে পেয়ে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ পৌঁছার আগেই রুবেল মারা যায়। তার লাশ উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/০৭ মে ২০১৮/আরাফাত