বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল-সমাবেশে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে জেলা বিএনপির একটি মিছিল শহরের নবাববাড়ি সড়ক থেকে বের হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।
এরপর সেখানেই বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশের আয়োজন করে নেতাকর্মীরা। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম।
খালেদা জিয়ার মুক্তি ও তার সুচিকিৎসার দাবিতে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, কেন্দ্রীয় সদস্য মুক্তিযোদ্ধা মোহাম্মাদ শোকরানা, লাভলী রহমান, আলী আজগর হেনা, কেএম মাহবুবর রহমান হারেজ, বিএনপি নেতা রেজাউল করিম বাদশা, ফজলুল বারী বেলাল, আব্দুর রহমান, মাহবুবর রহমান বকুল, অ্যাডভোকেট নাজমুল হুদা পপন, পরিমল চন্দ্র দাস, সহিদ উন নবী ছালাম, শেখ তাহা উদ্দিন নাহিন, আবুল বাশার, সুজা উদদৌলা সন্জু, কেএম খায়রুল বাশার, রফিকুল ইসলাম, মোশারফ হোসেন প্রমুখ।
অন্যদিকে বগুড়া সদর থানা পুলিশ বলছে, কোন বাধা প্রদান করা হয়নি। ব্যস্ত শহরের শৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্য মোতায়েন ছিল।
বিডি প্রতিদিন/০৭ মে ২০১৮/আরাফাত