চলতি দাখিল পরীক্ষায় কেউ পাস না করায় মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের অযোগ্যতাকে দায়ী করে মানববন্ধন করেছে মহম্মদপুরের ঘোষপুর এলাকার অভিভাবকরা। আজ মঙ্গলবার সকালে ঘোষপুর রিজিয়া রুবিয়া দাখিল মাদ্রাসার অভিভাবকরা মাদরাসার উল্লেখিত অব্যাবস্থাপনায় ক্ষুব্ধ হয়ে শিক্ষকদের অপসারণ দাবী করে এ মানববন্ধন করে।
মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় অভিভাবক আনোয়ার হোসেন, আজাদুর রহমান, কাজী আলিয়ার রহমান প্রমুখ। অভিভাবকদের অভিযোগ, মাদ্রাসাটিতে প্রতিষ্ঠার শুরু থেকেই অধ্যক্ষ পদ শূণ্য। ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি তার আত্নীয় তাহমিনা পারভিনকে সুপারিনটেন্ডেন্টের ভারপ্রাপ্ত দায়িক্ত দিয়ে মাদ্রাসা চালাচ্ছেন। শুধু তাই নয়, ১৪ জন কর্মরত শিক্ষকের মধ্যে সভাপতির জামাই, ছেলেসহ অন্তত ১০ জন আত্নীয় রয়েছে। স্বেচ্ছাচারিতার কারণে এ বছর ৩০ জন পরীক্ষার্থীর কেউ পাশ করেনি। কারণ এখানে শিক্ষকরা অযোগ্যতার কারণে শিক্ষাদানে ব্যর্থ হয়েছে। এমনকি তাদের কাছে তথ্য আছে অনেক শিক্ষকের সনদ জাল ও মোটা অংকের ঘুষ দিয়ে এখানে চাকরি নিয়েছেন। ফলে পাঠদান একেবারেই নিম্নমানের হয়ে পড়েছে। এই অবস্থার উন্নয়নে শিক্ষকদের অপসারণ করে যোগ্য শিক্ষক নিয়োগের দাবী জানান তারা।
বিডি প্রতিদিন/এ মজুমদার