টেকনাফে নূরানী মাদ্রাসা থেকে ফেরার পথে টমটমের ধাক্কায় এক ছাত্রের মৃত্যু হয়েছে। শিশুর মৃত্যুর সংবাদ শুনে প্রবাসী পিতা দুবাই থেকে আসতে বিলম্ব হওয়ায় শেষ দেখার জন্য অপেক্ষা থাকতে হচ্ছে বুধবার সকাল পর্যন্ত।
জানা যায়, আজ বিকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড় এলাকার দুবাই প্রবাসী নেছার আহমদের ছেলে মো. তাহসীন (৫) স্থানীয় নূরানী মাদ্রাসা থেকে অন্য সহকর্মীদের সাথে ফেরার সময় প্রধান সড়কে চলমান একটি টমটম ধাক্কা দিলে ঘটনাস্থলে পড়ে রক্তাক্ত হয় শিশুটি। এসময় টমটম চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়।
তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য বালুখালী তুর্কি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে, নিহত শিশুর পিতা দুবাইতে মৃত্যুর সংবাদ পেয়ে শেষ দেখার জন্য আসতে বিলম্ব হওয়ায় আগামী কাল সকালে স্থানীয় গোরস্থানে জানাজা শেষে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার