বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেছেন তথ্য প্রযুক্তির উন্নয়নের ফলে দেশের দুর্নীতি কমেছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ ক্ষুধা, দারিদ্রমুক্ত ও সয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। মঙ্গলবার বিকেলে বাগেরহাটের শরণখোলার জনতা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আজমল হোসেন মুুক্তার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা করেন শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মো. কামাল উদ্দিন আকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বাবুল, মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন, আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা মধু প্রমুখ।
বিডি প্রতিদিন/৮ মে ২০১৮/হিমেল