টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মো. আসলাম নামে এক শিবির নেতাকে আটক করেছে ঘাটাইল থানা পুলিশ। মঙ্গলবার বিকালে তাকে আটক করা হয়।
আসলাম উপজেলা ইসলামি ছাত্র শিবিরের সক্রিয় সদস্য। তিনি জামুরিয়া ইউনিয়নের সাধুর গলগন্ডা গ্রামের আব্দুল হকের (গুটু) ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জামুরিয়া ইউনিয়নের সাধুরগলগন্ডা গ্রামের আব্দুল হকের ছেলে আসলাম দীর্ঘদিন ধরে উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সক্রিয় সদস্য থেকে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তার প্রতিষ্ঠিত নূরানী মাদ্রসাটি পুনরায় চালু করার অনুমতির জন্য গেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে। তার বিরুদ্ধে ২০১৭ সালে ২৯ অক্টোবরে ঘাটাইল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে যার নং ২৭।
এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন পিপিএম বলেন, আসলামের বিরদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। এমনকি তার বিরুদ্ধে ওয়াজ মাহ্ফিলের নামে জিহাদি বই বিতরণের অভিযোগও রয়েছে।
বিডি প্রতিদিন/৮ মে ২০১৮/হিমেল