ফরিদপুরে ৩২ হাজার টাকা সমমূল্যের জাল নোটসহ দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলাদায়ের করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর সোয়া একটার দিকে ফরিদপুর শহরের নিলটুলী মহল্লাস্থ সমরিতা হাসপাতালের সামনে থেকে ওই দুই নারীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২৭টি এক হাজার টাকার এবং ১০টি পাঁচশ টাকার জাল নোট জব্দ করা হয়।
ওই দুই নারী হলেন, ফরিদপুর সদরের চরমাধবদিয়া ইউনিয়নের আনসার কাজীর ডাঙ্গি গ্রামের কাকলী বেগম (৩৫) ও মমতাজ বেগম (৫০)।
সমরিতা হাসপাতালের ব্যবস্থাপক সবুজ আহমেদ জানান, গত সোমবার এক নারী হাসপাতালের সামনে এক ডাব বিক্রেতার কাছ থেকে ডাব খেয়ে পাঁচশ টাকার একটি নোট দেন। সন্দেহজনক মনে হওয়ায় নোটটি ফিরিয়ে দেয় ওই ডাব বিক্রেতা। আজ দুপুরে অপর দুই নারী ওই ডাবওয়ালার কাছে এসে দুটি ডাব খেয়ে এক হাজার টাকার একটি নোট দেন। এ নোটটিও সন্দেহজনক মনে হওয়ায় ওই ডাব বিক্রেতা পাশের এক ফার্মেসির মালিককে নোটটি দেখায়। তিনি দেখেন নোটটি জাল। পরে ওই দুই নারীকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।
ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহীনূর রহমান জানান, পরে ওই দুই নারীর ব্যাগ তল্লাশী করে ৩২ হাজার টাকার সমমূল্যের জাল নোট উদ্ধার করা হয়। এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/৮ মে ২০১৮/হিমেল