নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপে সন্ত্রাসী হামলায় ২ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। আহতদেরকে বিভিন্ন হাপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মফিজ, বাবুল, নিজামসহ ৬ জনের অবস্থা গুরুতর।
জানা গেছে, হাতিয়ার আইন শৃংখলা অবনতির পর কিছু দিন আগে প্রশাসন গ্রেফতার অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা পালিয়ে যায়। বিকেলে ডাকাত দল নিঝুম দ্বীপের সিডিএসপি বাজার এলাকায় হামলা চালায়। এ সময় তারা বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। প্রায় ১০টি বাড়িতে ব্যাপক ভাংচুর করে।
নিঝুম দ্বীপের চেয়ারম্যান মিরাজ উদ্দিন জানান, পুলিশকে যে সকল মানুষ তথ্য দিয়ে সহযোগিতা করেছিল সে সকল মানুষের উপর তারা (ডাকাত) অতর্কিত গুলি ও হামলা চালায়। এতে ৬ জন গুলিবিদ্ধ হলে তাদেরকে জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।
তিনি বলেন, দিদার নামের এক ডাকাতকে জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুর জামান শিকদার বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত আছে।
বিডি প্রতিদিন/৮ মে ২০১৮/হিমেল